শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএমইউজে ফেনী জেলার সভাপতি কামাল সাধারণ সম্পাদক আফতাব মোমিন লালন-হাসন রাজার জন্মজয়ন্তীও জাতীয়ভাবে পালন করা উচিত”ফারুকী রূপগঞ্জে  বিয়ের প্রলোভনে ৫ বছর ধরে কলেজ শিক্ষার্থীর  সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গৌরীপুর প্রাণী সম্পদ অধিদপ্তর ও  ভেটেরিনারি হাসপাতালের  ফটক উদ্ভোধন যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন গৌরীপুরের ব্রাকের কৃত্রিম প্রজননে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে রাস্তার সংস্কার কাজ ৬ মাস ধরে বন্ধ

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের প্রান কেন্দ্র অনাথের মোড় থেকে শুরু করে পৃর্বখাবাসপুরের মোড় পযর্ন্ত  ভি আই পি রাস্তা টি সংস্কারের জন‍্য ফরিদপুর পৌরসভা টেন্ডার আহবান করে।
এ সংস্কার কাজে বরাদ্দকৃত টাকা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা। টেন্ডারে কাজটি পায় সাঈদ নামের এক ঠিকাদার।  ছয় মাস পৃর্বে রাস্তার কাজটি প্রথমে শুরু করলে ও  এক মাস পর থেকে বন্ধ করে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকা বাসির অভিযোগ,  ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্ন মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করছে। এতে সাধারণ জনগনের চলাকালে বিঘ্ন ঘটছে। প্রতিদিন ঐ রাস্তায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা দিয়ে চলাচলকারী একাধিক জনসাধারন,  শিক্ষার্থী,  অটো চালক, রিক্সা চালকরা জানান ,  রাস্তা টি নিম্নমানের হচ্ছে এবং  ধীরগতিতে চলছে কিন্তু পৌরসভা কোন ব‍্যবস্থা গ্রহন করেছে না।
বিষয়ে ঠিকাদার সাঈদ জানান,   পৌরসভার বিভিন্ন সমস্যা এবং  বিদুৎ খুটির জন‍্য কাজ করতে বিলম্বিত হচ্ছে। তিনি আরো বলেন, কিছু  দিন পর পর পৌরসভা পানি লাইনের কাজ করে এতে মাটি উঠিয়ে আমার কাজের ক্ষতি হয়। আমি ভালো মানের ইট, খোয়া, বালু দিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু  পৌরসভার বিভিন্ন সমস্যার জন‍্য কাজ বিলম্ব হচ্ছে এবং  আমার কাজ বন্ধ রেখেছে।
এ বিষয়ে  নাম প্রকাশ না করার শর্তে,
একজন কমিশনার জানান,  সাঈদ সাহেব  নিম্নমানের কাজ করছে বিধায় কাজ বন্ধ রাখা হয়েছে। তিনি  আরো বলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে যোগাযোগ করেন,  তিনি ভালো বলতে পারবে।
ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামসুল আলমের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার ফোন টি রিসিভ করে নাই।
ঐ এলাকার বসবাসকারী শতাধিক ব‍্যক্তিরা জানান , নিম্নমানের কাজ ও ধীরগতিতে কাজ হচ্ছে এ জন‍্য পৌরসভার নির্বাহীর ব‍্যর্থতা। তারা
আরো বলেন আমাদের ধারণা  নিম্নমানের রাস্তার কাজের জন‍্য নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার উভয়ই  দায়ী।  এদেরকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার দাবি ও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin