
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কুমার নদ রক্ষায় কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে পৌর বিসর্জন ঘাটে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও রোভার স্কাউটস সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ জেলে সম্প্রদায়ের সাথে শহরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাজে অংশ নেন।
দখল ও দূষণে মৃতপ্রায় কুমার নদের কচুরিপানা অপসারণের উদ্যোগে শহরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আজ চরকমলাপুর থেকে আলীপুর ১০টি পয়েন্টে ৩ কিলোমিটার পর্যন্ত কুমার নদের এই কচুরিপানা অপসারনের কাজ চলছে।
ফরিদপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের প্রাণ এই কুমার নদ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে নদীর দূষণরোধ ও নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে। ।