বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬:৫১ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ৯টায় শুরু হয় এ পরীক্ষা। এদিন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মাধ্যমে শুরু হয় এই ভর্তিযুদ্ধ।

এরপর পর্যায়ক্রমে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধিভুক্ত ‘সি-১’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটে ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১৯ জুন) সকাল নয়টা থেকে শুরু হওয়া প্রথম ৪ শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন শেষ দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৪১ হাজার ৪৬৯ জন। ‘ই’ ইউনিটের আসন সংখ্যা ২০০টি। আবেদনকারীর সংখ্যা ১৮ হাজার ৯৭ জন।

মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ৬ শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৮৬টি। আবেদনকারীর সংখ্যা ৬১ হাজার ৮৬৪ জন।

বুধবার (২১ জুন) ও বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩১০টি। আবেদনকারীর সংখ্যা ৭৬ হাজার ৬৪ জন।

এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে লড়াই করবে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ শিক্ষার্থী এবং প্রতি আসনের বিপরীতে লড়বে ১৩৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin