
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কৃতি সন্তান সমাজ সেবক রাজনৈতিক ব্যাক্তিত্ব আঃলীগ নেতা ও বঙ্গবন্ধু শিক্ষা ও গভেশনা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা ডাক্তার ওহিদুর রহমান।
ছাত্র জীবন থেকেই যারে যতো টুকু পার সহযোগিতা করে আসছে। ওহিদুর রহমান প্রচারে বিশ্বাসী নন.তিনি বাস্তবে বিশ্বাসী কাউকে কোন সহযোগিতা করলে সব সময় গোপন রাখতে চায়। কিন্তু এবার পারে নাই। গোপন ফাঁস হয়ে গেছে যে কোন কারনে।
সাম্প্রতিক হতদরিদ্র পরিবারের এক সদস্য কে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় করে সুস্থ করে দিয়ে কর্মজীবন দিয়েছে। দিয়েছে এক অটোরিকশা চালক কে অটোরিকশা কিনে। হতদরিদ্র পরিবারকে দূই ঈদে টাকা কাপড় চোপড় ঈদের খাদ্য সামগ্রিক।
উপকার পাওয়া পরিবার গুলো ডাক্তার ওহিদুর রহমান কে উপাধি দিয়েছে গরীবের বন্ধ মানবতার ফেরিওয়ালা ডাক্তার ওহিদ.উভয়ের অনুরোধে এবং বিশেষ করে ডাক্তার
ওহিদুর রহমানের অনুরোধে উপকার পাওয়া ব্যাক্তিদের নাম গুলো প্রকাশ করতে পারলাম না। তবে যদি কোন সময় পারমিসানদেয় তখন তাদের নাম উল্লেখ করবো।
এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা ডাক্তার ওহিদুর রহমান জানান আমি
কাউকে কিছু উপকার করতে পারলে
মনে তৃপ্তি পাই। তিনি আরো জানান কাউকে কোন সহযোগিতা করলে তা গোপন রাখতে হয়। এ কথা গুলো হাদীসে লেখা আছে তুমি ডান হাতে দিলে বাম হাত জাবে না। আমি হাদীসে নির্দেশ কুটু পালন করার চেষ্টা করি।
সহযোগিতা পাওয়া ব্যাক্তিরা ডাক্তার ওহিদের জন্য দোয়া করে বলেন তিনি যেন আজীন সুস্থ থাকেন।