ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আলোচিত দুইহাজার কোটি টাকার মানি লন্ডারিংমামলায় সংশ্লিষ্টতার বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখারও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সাংবাদিক সম্মেলন করেছেন । মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব এর মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মোল্লা মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার বিভিন্ন স্তরের নিরীহ নির্দোষ ও জনপ্রতিনিধিদের জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে আসামি শ্রেণীভুক্তকরণ প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল এর সভাপতিত্বেএ সময় লিখিত বক্তব্য পেশ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জনাব এ্যাড. অনিমেষ রায়, এ সময় উপস্থিতছিলেন মানি লন্ডারিং মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ছিলেন সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেকছাত্রনেতা সাহেব ছারোয়ার, সাবেক ছাত্রনেতা ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক জাহিদব্যাপারী, আইনজীবি ও সাবেক পিপি অ্যাডস্বপন পাল ও জেলা শ্রমিক লীগের সভাপতি জনাব গোলাম মোহাম্মদ নাছির সহ টিভি ও প্রিন্ট মিডিয়ারকর্মরত সাংবাদিকরা ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা দাবি করে জানান , আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার নীল নকশা হিসেবে কতিপয় দুষ্কৃতিকারীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নাম জড়িয়েছে বলে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি ।
বক্তারাআরো বলেন , আমরা কোন অবস্থাতেই এই মানি লন্ডারিং মামলার সাথে জড়িত না এবং রুবেল ,বরকতের সাথে আমাদের কোন ব্যাংক চেকেরমাধ্যমে কোন সময় কোনদিন টাকা – পয়সা লেনদেন হয়নাই । আমরা এই গভীর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।