ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় অতিথি ভবন নামক একটি বিল্ডিংয়ে সিদ্দিকুর রহমান নামে এক ভাড়াটিয়ার ফ্লাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলা সদরের মুন্সেফ কোর্ট সংলগ্ন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনের অতিথি ভবন নামক ওই বিল্ডিংয়ে এ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরচক্র ভবনের দোতলার বেলকনির গ্রীলের তালা ভেঙে ভাড়াটিয়া সিদ্দিকুর রহমানের বাসার ভিতর প্রবেশ করে।এসময় তারা নগদ দেড় লক্ষাধিক টাকা ও প্রবাস থেকে আনা ৯৫ ভরি স্বর্নলংকার নিয়ে যায় বলে তিনি দাবী করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে তুজারপুর ইউনিয়নের দক্ষিণ গংগাধরদী গ্রামের সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত উক্ত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। ঘটনার রাতে তারা প্রায় সাড়ে বারোটার সময় রুমের দরজা জানালা বন্ধ করে শুতে যায়। এরপর রাত চারটার দিকে তারা রুমের দরজা খোলা এবং তাদের রুমের সামনের বেলকনির গ্রীলের তালা ভাঙ্গা দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করে। এসময় তাদের আর্তচিৎকার শুনে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা এগিয়ে আসেন। সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন চোরচক্রের সদস্যরা তাদের রুমের সামনের বেলকনির গ্রীলের তালা ও রুমের থাই গ্লাসের লক ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তারা আলমারি ও বাসার অন্যান্য জায়গায় তল্লাশী চালিয়ে প্রায় ৯৫ ভরি স্বর্নলংকার ও নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ বিষয়ে বাড়ির মালিক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি তবে চোরেরা বাড়ির সিসি ক্যামেরার সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করেই চুরির ঘটনাটি ঘটিয়েছে। যার কারনে চোরকে সহজে সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। পরদিন এবিষয়ে সিদ্দিকুর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি বলেন আমাদের আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে অল্প সময়ের মধ্যেই তাদেরকে সনাক্ত করা সম্ভব হবে। এবিষয়ে বাড়ির কেয়ারটেকার হাবিবুল বাশারের সাথে কথা বললে তিনি বলেন আমি ঐদিন রাতে ছিলাম না। আমি এদিন ছুটিতে ছিলাম।