
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ভারতীয় কাচা মরিচ আমদানি করায় বাজারে কাচা মরিচ বিভিন্ন বাজারে (তিন) শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পূর্বে প্রতি কেজি কাচা মরিচ (আট) শত টাকা কেজিতে বিক্রি করেছে খুরচা মরিচ বিক্রেতারা.
এদে কেজি প্রতি পাঁচশত টাকা কমেছে মরিচের দাম। সাম্প্রতিক হঠাৎ কাচা মরিচের দাম বেড়ে যাওয়া
হিমশিম খাচ্ছিল সাধারণ জনগন।
মঙ্গলবার বাজারে করতে আশা রমজান. সোহেল.কামরুল গংরা জানান ফিরে পেলাম কাঁচামরিচ কাচা মরিচ আমদানি করে বাজার নিয়ন্ত্রণ
করার জন্য সরকার কে ধন্যবাদ জানাই।