
মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন চার জন। আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। বুধবার রাতে ময়মনসিংহ –কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঙচিল রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে শ্যামলাছায়া নামে একটি যাত্রীবাহী বাস বুধবার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঙচিল রেস্টুরেন্টের সামনে আসতেই ঈশ্বরগঞ্জগামী যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার আশরাফুন্নাহার (৬০) মারা যান।
আহতরা হলেন, অটোরিকশা যাত্রী রোকসানা (৩৫), ফারজানা (১৬), সামিয়া (৮) ও জুয়েল (৩০)। তারা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা জব্দ এবং বাসের চালক আবুল কাশেমকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।