মোঃ জিয়াউর রহমান , নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলতখালীর মাদ্রাসা মোড় গ্রাম থেকে শ্যামলী আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শ্যামলী আক্তার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী মাদ্রাসা মোড় গ্রামের বিল্লাল হোসেন। স্ত্রী।
দৌলতপুর থানার ওসি রকিবুল ইসলাম জানান, ১৯ জুলাই ২০২৩ ইং বুধবার সকাল ৮টার দিকে দৌলতখালী মাদ্রাসা মোড় গ্রামে গৃহবধূর নিজ ঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরও জানান, লাশের গলায় ও মাথায় আঘাতে চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । বিল্লাল হোসেনের বড় মেয়ে বর্ষা বলেন আমার বাবা মাকে সন্ধ্যার দিকে মারধর করে। এদিকে নিহতের পরিবারে অভিযোগ, শ্যামলীর স্বামী বিল্লাল হোসেন শ্যামলীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।এ বিষয়ে শ্যামলীর বড় ভাই উপজেলার মরিচা ইউনিয়নের মাজদীয়ার হাই স্কুল পাড়া গ্রামের রতন জানান, “আমার বোন কে বিল্লাল হোসেন শ্বাসরোধ করেহত্যা করেছে।