আব্দুর রহমান, নেত্রকোনাঃ
নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে
ফুলের শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান নেত্রকোনা জেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন সহ নেত্রকোনার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ (২৩ জুলাই) বিকেল ৩ টায় আনন্দবাজার মোড়ে সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় নৌকার মাঝি হিসেবে তাকে চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যু হয়। পরের দিন ১২ জুলাই শনিবার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। ২ সেপ্টেম্বর ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।