মোঃ কামাল উদ্দীন, জেলা ক্রাইম রিপোর্টার:
বেনাপোল পুটখালী সীমান্তের শিকড়ি বটতলা বিজিবি চেকপোষ্টে ৪০ পিস ইয়াবা সহ রবিউল ইসলাম রবি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯বিজিবির) সদস্যরা। আটককৃত আসামী মোঃ রবিউল ইসলাম রবি (৩৮) বেনাপোল পোর্ট থানার নারায়ণপুরের মৃত গোলাম হোসেনের ছেলে।শুক্রবার (২৮ জুলাই) রাত ৮ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর একটি চৌকষ দল তল্লাশি টিম বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলায় নিয়মিত অভিযান পরিচালনা করেন। বারপোতা থেকে আসা সন্দেহবসত একটি কালো পালসারের গতিরোধ করা হয় এ সময় মটরসাইকেল তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা সহ রবিউল ইসলাম রবিকে হাতে নাতে আটক করা হয়। মাদক ব্যবসায়ী রবির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন বিজিবি।
চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (রবি) নিজেকে সিএন্ডএফ ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে থাকে। তার নামে বিভিন্ন আমদানি কারকের পণ্য আত্মসাৎ সহ অর্থ প্রতারনার অভিযোগ রয়েছে। সে সিএন্ডএফ ব্যবসায়ী পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। এছাড়াও বেনাপোল পোর্ট থানাসহ বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।