
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে দুই দিনে তিন উপজেলায় তিন জনের বিষধর সাপের কামরে মৃত্যু হয়েছে।
মৃত ব্যাক্তিরা হলেল আলফাডাংগা উপজেলার বানা ইউনিয়নের ওয়াজ কুরুনী (22).বোয়ালমারী উপজেলার পরমেন্দ ইউনিয়নের বাসিন্দা বর্ষন মহন্ত (12).ও ফরিদপুর সদর উপজেলার কৈজরী ইউনিয়নের বাসিন্দা গৃহকর্ত্রী রাহেলা বেগম (৪০).উভয় কেই স্ব স্ব উপজেলার স্বাহ্য কেন্দ্র নিয়ে গেলে ঔষধের অভাবে
চিকিৎসা দিনে পারে নাই রোগীরা। অভিযোগ রোগীর স্বজনদের। প্রথমে ঔষধ থাকার কারনে আলফাডাঙ্গা
হাসপাতাল থেকে রোগী কে রেফার্ড করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে সাপের কামরের ঔষধ না বলে জানান হাসপাতালের পক্ষ থেকে তখন ওয়াজ কুরুনী ঢাকায় পাঠানো হয়। কিন্তু ঢাকা পৌঁছনোর আগে মৃত্যুর হয় তার। যে তিন জন রোগী বিষধর সাপের কামরে মারা গেছে সবাই কে হাসপাতালে আনা হয়েছিল
কিন্তু সাপের কামরের প্রতিরোধ করার ঔষধ না থাকার কারনে মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জজ ডাক্তার সিদ্দিকুর রহমান জানান বিষধর সাপে কামরের প্রতিরোধ করার ঔষধ সরবরাহ নেই।এই ঔষধ টি বিদেশ থেকে আনা হয়।তিনি আরো জানান সাপে কামরে প্রতিরোধ করার ঔষধ টি আমাদের দেশে তৈরী হয় না. বেশ কিছু দিন ধরে সাপে কামরে ঔষধ আমাদের কাছে নেই।