মোঃ কামাল উদ্দীন, জেলা ক্রাইম রিপোর্টার:
যশোর বেনাপোলে রেশমা হত্যার ঘাতক স্বামী আব্দুস সালাম (৪০) কে ১২ ঘন্টার মধ্যে সাতক্ষীরা শ্যামনগর সীমান্ত থেকে গ্রেফতার করেন পিবিআই যশোর।
আসামী আব্দস সালাম শার্শার পাঁচভূলাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পিবিআই জানান, রোববার (২৭ আগস্ট) রাতে জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্ত্বে সাতক্ষীরা শ্যামনগরের নুরনগর গ্রাম থেকে আব্দুস সালাম কে গ্রেফতার করা হয়।
ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেওয়া হয়েছে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।