মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর ৪ আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) কে ট্রাক মার্কায় বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে।
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব শাহজালাল হৃদয় এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাসুম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর ৪ আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ” এফবিসিসিআই ”এর সাবেক সহ-সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সকলের জন্য উন্মুক্ত করায় আমি প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের পাশে অতীতেও ছিলাম, করোনাকালীন সময়ে আপনারা তেমন কোন নেতাকে পাশে পাননি, আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমি আমার নির্বাচনী প্রতীক ট্রাক মার্কায় ভোট চাই, আপনাদের সকলের সহযোগিতা ও দোয়ায় আমি এই আসনে জয় লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। এসময় উপস্থিত ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দরা আমিনুল হক শামীম এর হাত ধরে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দরা সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ। সভায় আরোও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।