নুরুল আমিন ফুলপুর (ময়মনসিংহ): মামলায় নির্যাতিত ও ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভূমিকা পালনকারী ব্যক্তিদেরকেই ফুলপুর উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দল আওয়ামী লীগের নাম আছে এমন কেউ ভুলক্রমে কমিটির সদস্য হয়ে থাকলে তদন্তপূর্বক তাকে বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন উপজেলার নবনির্বাচিত আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। মত বিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ বলেন আমাদের নেতা মোতাহার হোসেন তালুকদার দলকে শক্তিশালী করতে যা করার দরকার তিনি তাই করেছেন।
এখানে কে নিজের লোক কে অপরের লোক বিবেচনা তিনি করেননি। তাই ঘোষিত কমিটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। ফুলপুর বিএনপিতে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে কোন লাভ হবে না। বড় দল সব ত্যাগী নেতাকর্মীকে তাদের চাহিদা মত মূল্যায়ন করা হয়তো সম্ভব হয়নি, তবে আগামীতে সবাই মূল্যায়িত হবে সে সে আশ্বাস দিয়েছেন জেলার একমাত্র যুগ্ন আহবায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন কমিটির মূল উদ্দেশ্য দলকে জনগণের ভালোবাসার দল হিসেবে পরিণত করা। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয় করা। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর পৌর বিএনপি’র আহ্বায়ক সাবেক মেয়র মো. আমিনুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাবুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. হেলাল উÍদ্দিন, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা প্রমূখ।