ফরিদপুর প্রতিনিধি
ক্ষুদ্র হকার নাম তার ছওার। বাড়ি মাগুরা জেলার গ্রাম লাকূলপুর .শ্রীপুর। প্রতিদিন মাগুরা থেকে ফরিদপুর এসে হকারী করে হুক্কা বিক্রি করে সংসার চালায়।
দুই মেয়ে এক ছেলে ও স্ত্রী নিয়ে ছত্তারের সংসার চলে খুবই কষ্টে।
ছত্তারের সাথে বুধবার সকালে দেখা। দেখা যায় ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় রাস্তা দিয়ে হুক্কা নিয়ে হাটা হাটি করছে।
কথা হয় ছত্তারের সাথে। তিনি জানান, ফেরি করে হুক্কা বিক্রি করে সংসার চালাতে হয়।
প্রতিদিন দশ /বার টি হুক্কা বিক্রি করতে পারে। প্রতিটি হুক্কা এক শত থেকে দেড় শত টায় বিক্রি করে থাকে।
ছত্তার আরো জানায় আমি ক্ষুদ্র হকার ব্যাবসায়ি আমাদের কোন ব্যংক ক্ষুদ্র ঋন দিয়ে সহযোগিতা
করে না।দশ/বিশ হাজার টাকা দিলেই ব্যবসা টি ভালো ভাবে করতে পারতাম।অনেক কষ্টে পাচ/ ছয় হাজার টাকা জোগার করে হুক্কার ব্যবসা করছি। অন্য জেলা থেকে এসে ফরিদপুরে প্রতিদিন মাগুরা থেকে এসে হুক্কা বিক্রি করে চলে যাই। আমাদের দুঃখ কষ্ট কেউ অনুভব করে না।