আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৩৫০০ পিস ইয়াবা ও ৮৮ বোতল ফেন্সিডিল পাচারকালে ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২,ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪, সিপিসি-২, এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গত২৩ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার, সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাব-১৪,
সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের
ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন হোটেল উজান ভাটির সামনে এক বিশেষ অভিযান
পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। জীয়ন মিয়া(২৭), পিতা- আবুল কাশেম, সাং- চড়চারতলা, থানা-আশুগঞ্জ, ২। ঝন্টু মিয়া(৩৪), পিতা-ময়দর আলী, সাং- কামালপুর, থানা- বিজয় নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া দের কে মাদক সহ আটক করে। এসময় ধৃত আসামীদের দখলে থাকা
০১টি পিকআপ ও ০১ টি প্রাইভেটকার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রহিয়াছে।