টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দুরন্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সে ধারাটা ঠিক ধরে রাখতে পারেনি টাইগাররা।
ফলে দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আদিল রশিদের ঘুর্ণি বল ডিফেন্স করতে গিয়ে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে ফেরা রনি। বিদায়ের আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন তিনি। এর আগে ২০১৫ সালে একমাত্র ম্যাচেও ২২ বলে ২১ রান করেছিলেন রনি।
রশিদের করা ওই ওভারেই আউট হতে হতেও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। লেগ বিফোরের ফাঁদে পড়লে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিলেন। যদিও পরে রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় শান্তর। আল্ট্রাএজে দেখা যায়, গ্লাভস স্পর্শ করেছিল বল। তাতে জীবন পেয়ে শান্ত যেন অশান্ত হয়ে ওঠেন।
তবে লিটন বেশিক্ষন স্থায়ী হতে পারেননি। ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্স দেখানো দেশসেরা ব্যাটার লিটন আজ প্রথম টি-টোয়েন্টিতে শুরু থেকেই দর্শনীয় সব শটে ছন্দে ফেরার বার্তা দিচ্ছিলেন। যদিও বেশিক্ষণ বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আর্চারকে পুল করতে গিয়ে মিডঅনে ওকসের হাতে ধরা পড়েন। ১০ বলে দুটি চারে লিটন করেন ১২ রান।