আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ ইং এর খেলা শেষ হলেও তার আমেজ এখনও চলছে গ্রামাঞ্চলে। এরই আলোকে কিশোরগঞ্জের কটিয়াদীর করগাঁও এ মোবাশ্বির ফুটবল একাডেমী কর্তৃক (ফ্রিজ, টিভি) মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং এর আয়োজন করা হয়েছে করগাঁও উত্তর ভাট্টা গ্রামে।
গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের ৩য় ম্যাচ খেলাটি অনুষ্টিত হয়, মানিকখালি স্পোর্টিং ক্লাব এবং মাহমুদপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে। প্রচন্ড কুয়াশা এবং শীত উপেক্ষা করে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যপক আনন্দময় উৎসব উদ্দীপনার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
এর আগে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে ১-০ গোলে মামুদপুর স্পোর্টিং ক্লাব মানিকখালি স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে জয়লাভ করে।
উক্ত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোঃ বাবুল মিয়া (জজ, কোর্ট কিশোরগঞ্জ), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সেবক লীগের যুগ্ম সাধারণত সম্পাদক মশিউর রহমান (রাজু) । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া , সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগ নেতা এস এম জহিরুল ইসলাম (বায়োজিদ), ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শাহীন, ৩নং করগাও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি উবায়দুল হক ভূঁইয়া, করগাঁও বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী, তরুণ প্রজন্মের সমাজ সেবক মোঃ আশরাফুল ইসলাম (রাজন), মুজাহিদুল ইসলাম শুভ্র, মোঃ হিমসেল ভূঁইয়া , মাজহারুল ইসলাম মাসুদ, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। উক্ত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মুখলেছুর রহমান (মুখলেছ)।