আব্দুর রহমান নেত্রকোনা প্রতিনিধিঃ
কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের নেওয়াত আলীর ছেলে হেলিম মিয়া(৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় হেলিম মিয়া।
এর আগে বুধবার বিকেলে হরিপুর ও বড়ইউন্দ গ্রামের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, খেলার এক পযর্য়ে দুই গ্রামবাসীর মধ্যে ঝগড়া বাঁধে, পরে স্থানীয় লোকজন থামিয়ে দেয়, ঘটনার জেরে পরদিন আবার ঝগড়া হয়, এই ঝগড়ার রেস ধরেই ঘটনাটি ঘটে, এবং এতে কান্দাপাড়া গ্রামের হেলিম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে হাসপাতাল কতৃপক্ষ রেফার করে দেয় ময়মনসিংহ মেডিকেল কলেজ এ, সেখানেই তার মৃত্যু বরণ হয়।
এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে, পুলিশ তাৎপর আছে আসামিদের ধরার জন্য।