নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর গজারমারি নামক এলাকায় আজ সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তি পরিচয় সনাক্তকরণ করেছেন কলমাকান্দা থানা পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের চুরখাই মড়লবাড়ি গ্রামের পিতা অজ্ঞাত মোঃ আইনাল হক (৩৫)। তিনি দূর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকে এরিয়া ম্যানাজার হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ (৩১ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় কলমাকান্দা থেকে দূর্গাপুরে যাওয়ার পথে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গজারমারি নামক স্থানে উল্টো দিক থেকে আসা একটি কাভার্ট ভ্যানের সঙে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিহত হোন তিনি। নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে কলমাকান্দা থানা পুলিশ চলে গিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে মামলার প্রস্তুতি গ্রহণ করেন এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে লাশ প্রেরণ করা হয়।