আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জের তাড়াইলে ০৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াইল থানা পুলিশ। অভিযুক্ত আজিম একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টায় জেলার তাড়াইল উপজেলায় ০৪ বছর বয়সী এক শিশুকে তার প্রতিবেশী সম্পর্কে চাচাতো দাদা “আজিম উদ্দিন” ঘর থেকে ডেকে নিয়ে তার বসত বাড়িতে ধর্ষণ করে। পরে এই ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদী হয়ে তাড়াইল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করে। শিশুটির মা থানায় মামলা দায়ের পর তাড়াইল থানার এসআই মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে মাত্র ৩ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তাড়াইল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাড়াইল থানা পুলিশ। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।