আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর বাজিতপুর উপজেলা ডাক বাংলোর মাঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে এই ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসূল দৌলত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর – নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। সম্মেলনে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন- অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপর দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা কাজী মাজহারুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট রুহুল আমিন খান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বশির উদ্দিন রিপন। উক্ত সম্মেলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন। সম্মেলনে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে সম্মেলনে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় দেড় যুগ পরে বাজিতপুর উপজেলা যুবলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সংগ্রহকালে জানা যায় বিকাল বেলা বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হবে।