
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল ( উফশী) জাতের বীজ ব্যাবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং ৫০% ভর্তুকী মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার ৩০ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ০১টি পৌর সভা ও নয়টি ইউনিয়নের কূষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণ এবং কৃষকদের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন কিশোরগঞ্জ -২ ( কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই- আলমসহ আরো আমন্ত্রিত সম্মানিত অতিথিরা।
এই উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ ( কটিয়াদি – পাকুন্দিয়া) আসনের সাংসদ নূর মোহাম্মদ এমপি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই- আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া ও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল, চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউল ইসলাম (হাদি) নারান্দী ইউপি চেয়ারম্যান মুসলেহ উদ্দিন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকুন্দিয়া উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক।