আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গতকাল সোমবার ১৪ নভেম্বর সন্ধ্যা ০৭:২০ ঘটিকার সময় বাজিতপুর থানাধীন দিঘীরপাড়স্থ দারুস সালাম মাদ্রাসার পুকুরের পাড়ে পাকা রাস্তার উপর এক অভিযান পরিচালনা করে ১। আহাদু (৩২), পিতা-লতু মিয়া, সাং-শাহপুর (চেঙ্গাটি) ২। মো: মানিক মিয়া (২৬), পিতা-আব্দুস সালাম, সাং-শাহপুর (সাতানি), উভয় থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জকে তাদের সাথে থাকা ৩০০ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। ঘটনার সময় সোহাগ নামের আরেক জন মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অতি দ্রুত উল্লেখিত স্থান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজিতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।