শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আবদুল আওয়াল মিন্টুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উক্ত গণমিছিলে অংশ নেন।
এ সময় উপস্থিত থেকে গণ মিছিলে অংশ নেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখ ছাড়াও হাজারো নেতাকর্মী।
গণমিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।