আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ২০২২ ইং উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এক সংর্বধনা অনুষ্ঠান আজ রবিবার কিশোরগঞ্জ পুলিশ লাইন ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম-কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ জামালুর রহমান, জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ ফরহাদ, কিশোরগঞ্জ
পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ও দেশের পরিস্থিতি নিয়ে বক্তাদের আলোচনার মধ্যে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের যুগ্ম-কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ, বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে দেশ স্বাধীন করলেও এ দেশে রাজাকারের গাড়ীতে পতাকা থাকায় তাদেরকেও স্যালুট করতে হয়েছে আমাদের। আজকে মুক্তিযোদ্ধাদের পুণরায় একএিত হয়ে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে হবে। মুক্তিযুদ্ধে পুলিশই হলো প্রথম আত্বহুতি দেয়া বাহিনী তাই আমরাও গর্বিত। আজ আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করতে হবে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাঁরাই আইন করে হত্যাকারীদের রক্ষার চেষ্টা করছিল এবং বঙ্গবন্ধুকে ঢাকা কবর না দিয়ে টুঙ্গিপাড়ায় কবর দেয় যেন জাতি বঙ্গবন্ধুকে ভুলে যায়।
এ সময় অনুষ্ঠানে কিশোরগঞ্জের সুশীল সমাজ ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।