
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গতকাল সোমবার ২৮ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় ভৈরব উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে, কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সহ বিভাগীয় স্টাফদের সমন্বয়ে এক রেইডিং অভিযান পরিচালনা করে ০৩ মাদক ব্যবসায়ী কে তাদের সাথে থাকা মাদক গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের প্রত্যেকের সাথে থাকা ০৪ কেজি করে মোট ১২ কেজি গাঁজা মাদকসহ ০৩ জনকে গ্রেপ্তার করে ভৈরবের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামীকে ০২ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে প্রেরণ করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন ১। মোঃ সফর আলী (২০) ২। মোঃ জাহিদুল ইসলাম (২৮) ৩।মোহাম্মদ সুজন (২০)। উভয়েই উক্ত এলাকার বাসিন্দা বলে জানা যায়।
কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে,ইহা নিয়মিত চলমান থাকবে।