আব্দুর রউফ ভূঁইয়া- বিশেষ প্রতিনিধি
আজ শুক্রবার ৯ ডিসেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন জাফরাবাদ এলাকায় করিমগঞ্জ টু কিশোরগঞ্জ পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে ২৮৯ বোতল স্কাপ সহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলো ০১। মোছাঃ মধুরতা (৫০) স্বামী: হারিস মিয়া পিতা: মৃত আব্দুস সামাদ।০২। মোঃ হৃদয় (১৮) পিতা: মোঃ সোলায়মান মিয়া সাং: আজিমপুর, থানা আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায় আটককৃত মাদক ব্যবসায়ীরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে।
র্যাব কর্তৃপক্ষ জানায় এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।