আব্দুর রউফ ভূঁইয়া বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে কিশোরগঞ্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কর্তৃপক্ষ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- করিমগঞ্জ উপজেলার ঝাউতলা এলাকার মো. জাহেদের ছেলে হৃদয় (২২) ও একই উপজেলার কলাবাগ এলাকার মো. সৌরভের ছেলে সোহাগ (২৬)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে করিমগঞ্জের চাতলবাজার এলাকার রাস্তায় চেকপোস্ট বসিয়ে ওই দুই যুবককে আটক করে র্যাব সদস্যরা।
তাদের কাছ থেকে তাদের সাথে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত মাদক ব্যবসায়ীরা নিজেদেরকে কে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এই ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।