কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২
মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় স্ট্র্যারিং ট্রলির ধাক্কায় বৃহস্পতিবার রাত ১০টার সময় মোটরসাইকেল চালক সোহাগ হোসেন (১৮) নিহত হয়েছে। আরো ২ জন আহত হয়েছে। সোহাগ হোসেন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের সাবদুল্লাহ হোসেনের ছেলে।দুই বন্ধু এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা মোটরসাইকেল নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর নিকট স্ট্রারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর সোহাগ হোসেন ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল আরোহীসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছে। আহত ২জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। একটি সূত্র থেকে জানা যায়, দুই বন্ধু এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। সে আনন্দে তারা মোটরসাইকেল নিয়ে লং ড্রাইভে বের হয়েছিল।