মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম।গত শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুষ্টিয়ায় মহান বিজয় দিবসের সূচনা হয়। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম সকাল ৬টা ৩৯ ঘটকায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ, সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তাবক অর্পণ ও সূরা ফাতেহা পাঠ এবং সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া জেলার মজমপুরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে সূরা ফাতেহা পাঠ করেন। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল ৮ টায় পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণ কারী সকল শহীদদের এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, বঙ্গবন্ধুর নের্তৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে তিনি তার স্বপ্ন পূরণ করতে পারেনি। পুলিশ সুপার এ সময় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া উন্নয়নের যে রোড ম্যাপ “ভিশন ২০৪১” অর্জনে যে সকল চ্যালেঞ্জ আসবে, তা ঠিক ভাবে প্রতিপালন করে আইন শৃঙ্খলা ঠিক রাখতে জেলা পুলিশ কুষ্টিয়ার সকল সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ সাব্বিরুল আলম, ওসি ডিবি, মোঃ মনিরুল ইসলাম, ইন্সপেক্টর ক্রাইম, মোঃ শাহ দারা, ইনচার্জ, CCIU,, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও -১, মোঃ হাফিজুর রহমান আরওআই, রিজার্ভ অফিস, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।