ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে থানা কর্তৃপক্ষ৭/১২/২২ইং বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর ওয়ারেন্ট ভুক্ত ০৩ জন আসামী ১. সবুজ(২৫), পিতা-ওয়াইজ উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চর মছলন্দ (চর মুছলেন্দর পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: ২. মোঃ মোশারফ হোসেন(), পিতা-মোতালেব , ঠিকানা: স্থায়ী: গ্রাম- উথুরী (পোঃ উথুরী) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: ৩. মোঃ ওয়াইজ উদ্দিন(৪৫), পিতা-মৃত-আনোয়ার হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চর মছলন্দ (চর মুছলেন্দর পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- গফরগাঁও, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশগনকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গফরগাঁও থানার তদন্ত অফিসার্স আনোয়ার হোসেন বলেন অপরাধী যেখানেই থাকো পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম এবং এদেরকে আইনের হাতে তুলে দেয়া পুলিশের চ্যালেঞ্জ।