মো.হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরের উপজেলার মইলাকান্দা,মাওহা ও বোকাইনগর ইউনিয়নের ০৩ টি রাস্তা এইচবিবি করণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উম্মুক্ত লটারী পরিচালনা করেন ইউএনও হাসান মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ, সাংবাদিক ফারুক আহম্মদ প্রমূখ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তত্বাবধানে রাস্তা ৩টি এইচবিবি করণের লক্ষ্যে ইতোঃপূর্বে দরপত্র আহ্বান করা হয়। মোট ৫৭টি ঠিকাদারী প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করলে এ উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। লটারিতে কাজ পায় হালুঘাট উপজেলার মেসার্স পলক তমা এন্টারপ্রাইজ।