মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনমিংহের গৌরীপুরে ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ০৬ টায় সাংবাদিক ঐক্য ফোরামের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহম্মেদর সভাপতিত্বে ১ ম অধিবেশন শুরু হয়।
আলোচনার মধ্য দিয়ে চলতি কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১ম অধিবেশন শেষে সদস্য আলী হায়দার রবিনের সভাপতিত্বে ২য় অধিবেশন শুরু হয়।
সভায় উপস্থিত সদস্যদের আলোচনার মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে বেগ ফারুক আহাম্মেদ(দৈনিক ইনকিলাব) সভাপতি, আলী-হায়দার রবিন( দৈনিক নব দিগন্ত) সহ- সভাপতি, মোঃ ফারুক আহাম্মদ( ডেইলি ইনডাষ্ট্রি) সাধারন সম্পাদক, আরিফ আহমেদ( দৈনিক-সবুজ) সহ-সাধারন সম্পাদক, মোঃ শামীম খান ( দৈনিক খবর) সাংগঠনিক, মোঃ মহসীন মাহমুদ শাহ ( দৈনিক সকালের দুনিয়া) অর্থ, মোঃ জহিরুল হুদা লিটন ( দৈনিক খবর পত্র) দপ্তর, মোঃ রায়হান উদ্দিন( ডেইলি নিউ ন্যাশান) প্রচার ও প্রকাশনা ও মোঃ আজম জহির ( সাপ্তাহিক রাজ গৌরীপুর) কে সাংস্কৃতিক সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করে নব নির্বাচিত সভাপতি সকলের প্রতি উদার্ত আহবান জানিয়ে রাত ১০ টায় সভার কাজ মুলতবি ঘোষনা করে