আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার সকালে ঘুড়ি উড়াতে গিয়ে রাওনা ইউনিয়নের খরুয়া মকুন্দ গ্রামে জিহাদ(১০) নামে এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মোঃ জিয়া উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিহাদ বাড়ির পাশে ঘুড়ি উড়াতে যায়।এসময় হঠাৎ বজ্রপাতে জিহাদ গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।