সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর এবার আলোচনায় এসেছে আরেক বলিউড অভিনেত্রীর নাম।
সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর জবানবন্দি রেকর্ড করা হয়েছে চাহাত খান্নার। এই অভিনেত্রী বলিউডে অভিনয় করলেও ছোটপর্দায় বেশ জনপ্রিয়।
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, চাহাত খান্নাকে দুই লাখ রুপি এবং দামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সুকেশ চন্দ্রশেখরের হয়ে তার ঘনিষ্ঠ পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল ও অভিনেত্রীদের সঙ্গে। তাদের সুকেশের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামি দামি উপহারও পাঠাতেন।