
মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টারঃ জামালপুর ইসলামপুরের ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার রবিবার ২ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় পতাকা উওোলন, র্যালি, আলোচনা সভা,প্রামাণ্য চিত্র প্রদর্শন শোভাযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,ও পুরস্কার বিতরণী,অনুষ্ঠানে স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ও অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। দুপুরের দিকে সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে র্যালি করা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে আলোচনা সভা হয়। ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ্ব ফরিদুল হক খান দুলাল এমপি । অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান,জেলা পরিষদের সদস্য মোঃ মজিবর রহমান শাহজাহান,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ সরকার,ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা মেমোরিয়াল ডিগ্রী কলেজর অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস,ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ সরকার।