মোঃমনির হোসেন স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া চৌরাস্তায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বৃহত্তর ময়মনসিংহের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘তারুণ্যের ময়মনসিংহ’ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে মাদ্রাসা পড়ুয়া এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা হল রুমে অসহায় এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারুণ্যের ময়মনসিংহ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ইমতিয়াজ আহমেদ সেজান,সিনিয়র সহ সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানি, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইশাত,সদস্য আমানউল্লাহ সোহাগ এবং পরিচালনা পরিষদের সহ-সমন্বয়ক মোঃ ইমামুল হাসান রিয়াদ, সদস্য সাংবাদিক মোঃ আসাদুল ইসলাম মিন্টু, আতিকুল ইসলাম হৃদয় প্রমুখ।