ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার পৌর মিলনায়তনে রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে পৌর পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত নেতা ফজলুল হক (ফজল) ফকির এর প্রয়াণ দিবস উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ত্রিশাল পৌরসভার মেযর আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (আনিছ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথিরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী মিয়া, এএনএম শোভা মিয়া আকন্দ, মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুকন উদ্দিন খোকন, পৌর কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানী।