দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্য
আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে বুনেশ চিসিম(৭৫) নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের রাসটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বুনেশ চিসিম পশ্চিম বিজয়পুর গ্রামের মৃত পুশুরামের পুত্র।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দিকে ভারতীয় বন্য হাতির পাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রাত নয়টার দিকে বন্য হাতির দল গ্রামে প্রবেশ করে হানা দেয় তখন গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে বন্য হাতির দল পাল্টা আক্রমণ করে এ-সময় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে বুনেশ চিসিম নামের এক কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে গতকাল রাতে বন্য হাতির দল লোকালয়ে এসে ১৫-২০টি বাড়িঘর ভাংচুর সহ স্থানীয় এক কৃষকে মেরে ফেলার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। কৃষকের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান ঘটনাস্থলে যায় এবং নিহতের পরিবারের হাতে দশ হাজার টাকা তুলে দেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্বাস জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্য হাতির দল প্রায় লোকালয়ের কাছাকাছি থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।