মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির ধাক্কায় গোলাম মোস্তফা (৫৫) নামের এক কাউন্টার মাস্টার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে গোলাম মোস্তফার মৃত্যু হয়। আহত বাকি তিন জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন হোসেনাবাদ এলাকার বাদল মেম্বার (৮০), আফান জোয়াদ্দার (৫৫) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর এরাকার সাবেক মেম্বার বাহারুল ইসলাম ।
এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালে নেওয়ার পথে ১ জনের মৃত্যু হয়েছে।