
মো. হুমায়ুন কবির গৌরীপুর,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোমনাথ সাহা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বর্তমান সরকারে উন্নয়নের দৃশ্যমান সাফল্য তুলে ধরেন।
মঙ্গলবার ১৮ এপ্রিল ইফতার পূ্র্বে গৌরীপুর প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপত্বি করেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল। সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টির সঞ্চালনায় ইফতার পূর্ব মতবিনিময় সভায় সোমনাথ সাহা তার বক্তব্যে আওয়ামীলীগ সরকারের টানা ১৪ বছরের বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের দৃশ্যমান সাফল্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামীলীগকে বিজয়ী করার আহবান জানান।
এ ছাড়া মতবিনিময় সভা সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে সংসদ সদস্য হিসাবে নৌকার মনোনয়ন প্রত্যাশীসহ আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষনা করেন।
সোমনাথ সাহা তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ১৪৮,ময়মনসিংহ -৩(গৌরীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশায় গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই আমি দলীয় তৃণমূল নেতা কর্মীদের সাথে যোগাযোগ ও তাদের নিয়ে সর্বস্তরের মানুষের সাথে মাঠ পর্যায়ের কাজ করে আসছি। তিনি লেখনীর মাধ্যমে কার্যক্রম তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মতবিনময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ খান সেলভী, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন,পৌর আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল ইমরান রনি ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক, সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন নয়ন, আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান রিপনসহ গৌরীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।