মোঃ মোখলেছুর রহমান নান্দাইল (ময়মনসিংহ )
ময়মনসিংহের নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে অনুদান ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১২-৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ মুফিদুল আলম অনুদান ও হুইল চেয়ার প্রদান করেন। এছাড়া ও তিনি নান্দাইল মডেল থানা, নান্দাইল পৌরসভা, উপজেলা ভূমি অফিস, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল সরকারি দপ্তরকে সততা ও দক্ষতার সাথে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জনগণকে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন এবং শিক্ষার্থীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে লক্ষ্যে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ জানান। এছাড়াও জেলা প্রশাসক শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।