বিনোদন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা জর্জিয়া হোল্ট। শনিবার (১০ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার মালিবুতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬। মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে অভিনেত্রীর মেয়ে শের টুইটারে পোস্ট দিয়ে বলেন, আমার মা চলে গেছে।
ক্যারিয়ারের শুরুতে অনেক দিন থিয়েটারে কাজ করেছেন ‘গ্রাউন্ডস ফর ম্যারেজ’ খ্যাত অভিনেত্রী। পরে ১৯৫০ সালের দিকে টিভি পর্দায় কাজ করার সুযোগ পান। সেই সঙ্গে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ পরিচিতি ছিল তার।
জর্জিয়া ১৯২৬ সালের ৯ জুন আরকানসাসের কেনসেটে জন্ম নেন তিনি। পরে বাবা ও ভাইয়ের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় চলে যান অভিনেত্রী। সেখানকার প্রায় ১৭টি ভিন্ন জুনিয়র হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। তবে মাত্র ২১ বছর বয়সেই তিনবার বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। কিন্তু সেই সংসারগুলো না টিকায় পরবর্তী সময়ে চারবার বিয়ে করেন এ লাস্যময়ী অভিনেত্রী।
জানা গেছে, তার প্রথম স্বামী সার্কিসিয়ানের সঙ্গে বিয়ে ভেঙে গেলে পরবর্তীতে জন সাউথহল, জোসেফ হার্পার কলিন্স, ক্রিস অ্যালকাইড, ব্যাঙ্কার গিলবার্ট লা পিয়েরেকে বিয়ে করেন জর্জিয়া। এরপর পুনরায় সারকিসিয়ানকে বিয়ে করলেও আবারও বিচ্ছেদের মুখে পড়েন তিনি। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে সর্বশেষ বিয়ে করেন হ্যামিল্টন হল্টকে।
উল্লেখ্য, জর্জিয়া অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- ‘এ লাইফ অফ হার ওন (১৯৫০)’, ‘গ্রাউন্ডস ফর ম্যারেজ’ (১৯৫১), ফাদারস লিটল ডিভিডেন্ ‘ (১৯৫১), ‘আর্টিস্টস অ্যান্ড মডেলস’ (৯১৫৫) এর মতো চলচ্চিত্রে অভিনয় হোল্ট।