নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদরে কালিয়ারা গ্রামে প্রায় ১৩শ’ সালের পুরানো শিব মন্দিরে জাক-জমক পূন্যভাবে শিব ও মা র্দুগা বনদেবির পুজা অর্চনা শুরু হয়েছে। গতকাল থেকে চলছে দুই দিন ব্যাপি এই পুজা অর্চনা অনুষ্ঠান ।
এতে দুর-দুরান্ত থেকে ভক্ত বৃন্দদের পদচারনায় মুখরিত কালিয়ারা শিবমন্দির প্রাঙ্গন ।
আয়োজক সুভাষ দত্ত জানান- এই শিব লিঙ্গ অতি প্রাচীন । কথিত আছে যে প্রায় ১৩শত সালের দিকে আমাদের পুকুর পাড়ে হঠাৎ অলৌকিক ভাবে এটা সৃষ্টি হয়েছিল । এই শিব লিঙ্গ ছয় মাস পানির নিচে থাকে ছয় মাস পানির উপরে থাকে । আমারা প্রতি বছর একবার বড় আকারে র্বাষিক পুজার আয়োজন করে থাকি । তখন দুরদুরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে । মানুষের মনের আশা পুরনের জন্য যে যা মানত করেন তাই পুজার আয়োজনে দেয়া হয় বলে জানান আয়জেকরা ।
আয়োজকরা আরো জানান উপমহাদেশে তিনিটি জায়গায় এই শিব লিঙ্গ আবির্ভূত হয়েছে একটি ভারতের কালি ঘাটে আর একটি ভারতে বৃন্দাবনে অপরটি নেত্রকোনা কালিয়ারা পুকুর ঘাটে । ইহা অতি প্রাচীন।