আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বিরল প্রজাতির ১টি তক্ষক,সিএনজি ও নগদ টাকাসহ ৪জন আটক করেছে।
স্হানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ ১৪ ডিসেম্বর নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) র অধীনস্ত লেংগুরা বিওপির নায়েক জাহাঙ্গীর আলম এর নেতৃত্ব ০৭ সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করছিল। অভিযান পরিচালনার সময় কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের বটতলা গ্রামে সিএনজি তল্লাশি কালে ৮ ইঞ্চি লম্বা আকৃতির বিরল প্রজাতির তক্ষক নগদ ২৫০০০ টাকা ও ১টি সিএনজি জব্দ করা হয়। এসময় সিএনজিতে থাকা মোঃ সালাউদ্দিন, মোঃ নাসির উদ্দিন, মিসায়েল রাংসা,মোঃ স্বপন মিয়াকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ১২২৫৯৯০ টাকা। জব্দকৃত তক্ষক,সিএনজি, নগদ টাকা এবং আটককৃত আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হবে।