আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার সোনালী অতীত ব্যাডমিন্টন প্রতিযোগিতার চুরান্ত পর্বের খেলায় মাসুম-টিটন জুটিকে পরজিত করে ফরহাদ-ফরিদ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
সুস্থ দেহে সুন্দর মন ও তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসারে আনোয়ার সিমেন্ট লিঃ এর সৌজন্যে শীতকালীণ মাসব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে জেলার ঐতিয্যবাহী ক্রীড়া সংগঠন সোনালী অতীত ক্লাব।
জেলা শহরের আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার রাতে চুরান্ত পর্বের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম,আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হায়দার ফকির,আদর্শ শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাজারুল ইসলাম,পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম,আওয়ামীলীগ নেতা এডভোকেট দীপক ধর গুপ্ত,সোনালী অতীত ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমূখ।
সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আল মাসুম তালুকদার জানান,প্রতিবছর শীতকালে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবার জেলার ১৮টি দলের অংশগ্রহণে মাসব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে মাসুম-টিটন জুটিকে পরজিত করে ফরহাদ-ফরিদ জুটি চ্যাম্পিয়ন হয়।
উদ্বোধক ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে ব্যাডমিন্টন প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিজয়ীদের মাঝে।