নেত্রকোনা প্রতিনিধিঃ
নানা কর্মসূচি ও বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোনায় মধুমাছি-কচিকাচাঁর মেলার ৬০ বছর পূর্তি পালন করেছে সংগঠনটির সদস্যরা। এ উপলক্ষ্যে শহরের মোক্তারপাড়া মধুমাছি-কচিকাচাঁ পাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিলসাজে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করেন সমাজ কল্যাণপতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
পরে সংগঠনটির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাবিবা রহমান খান শেফালী,অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ ও নবীন সদস্যরা।
এর আগে অতিথিদের উত্তোরিয় পরিয়ে দেয়া হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন শেষে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্র বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা এমপি হাবিবা রহমান খান,সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত,নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্ঠা মতিয়র রহমান খান,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ সংগঠনের সদস্যরা।