আব্দুর রহমান নেত্রকোনাঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক ও সময়োপযোগী নেতৃত্বের ফলেই শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ সকল দিকেই বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। (১৮ ফেব্রুয়ারী) শনিবার গতকাল রাতে নেত্রকোনায় মিতালী সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন বয়সভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।